ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

নতুন দলে কী আছে নতুন? : ডা. জাহেদ উর রহমান

প্রকাশিত: ১০:৩০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১০:৩৮, ২০ মার্চ ২০২৫

নতুন দলে কী আছে নতুন? : ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যারা নিজেদের মধ্যমপন্থার নতুন ধারক বলে দাবি করছে। যদিও মধ্যমপন্থা রাজনৈতিকভাবে নতুন কিছু নয়, তবে তাদের মতে, তারা নতুন আঙ্গিকে এই ধারণাকে সামনে নিয়ে আসতে চাইছেন।

তরুণদের রাজনীতিতে ফেরানো লক্ষ্য
নতুন দলের অন্যতম লক্ষ্য হলো তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তাদের মতে, গত ১৫ বছরে তরুণ সমাজ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিশেষ করে ছাত্র রাজনীতির সহিংসতা এবং দলীয় আধিপত্যের কারণে। এই বাস্তবতায় তারা নতুন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে তরুণরা ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে উৎসাহিত হবে।

গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা
নতুন দলটি দাবি করেছে, তারা নিজেদের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো মজবুত করতে চায়। অন্যান্য রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব উল্লেখ করে তারা বলছে, তাদের দল সম্পূর্ণ স্বচ্ছ থাকবে, বিশেষ করে নেতৃত্ব নির্বাচন ও আর্থিক ব্যবস্থাপনায়।

সংস্কার ও নির্বাচনের প্রশ্নে অবস্থান
নতুন দলটি বলছে, তারা রাজনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। তবে নির্বাচনের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। ডিসেম্বরের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তারা বলেছে, তারা সব ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সরকারের সঙ্গে সম্পর্কের প্রশ্নে জটিলতা
তবে দলটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তাদের কিছু নেতা বর্তমানে সরকারের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন। যদিও তারা দাবি করছে যে, তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে না, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিষয়টি তাদের জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

নতুন দলের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ
বাংলাদেশের রাজনীতিতে নতুন দল গঠন নতুন কিছু নয়। অনেক দল আসে, কিন্তু টিকে থাকে খুব কমই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলটি যদি নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে পারে এবং প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তবে তারা ভবিষ্যতে বড় একটি ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

নতুন নতুন দলগুলোর আত্মপ্রকাশ রাজনীতিতে বহুমাত্রিকতা বাড়ালেও প্রশ্ন থেকে যাচ্ছে, তারা আদৌ বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান কতটা সুসংহত করতে পারবে? গণতান্ত্রিক চর্চার নামে শুধুই তাত্ত্বিক আলোচনা, নাকি বাস্তবিক পরিবর্তন—এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

সূত্র : https://www.youtube.com/watch?v=6Si26paEz1g

রাজু

আরো পড়ুন  

×