
ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও এনসিপি একসঙ্গে থাকতে পারে না। কুমিল্লার শাসনগাছায় এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র চলছে।" তিনি আরও যোগ করেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে বর্তমান প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা উচিত।"
তিনি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, "আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে, যতগুলো উপজেলা আছে, পাঁচ বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিন। এর মাধ্যমে এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।"
আঁখি