
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবেন না এবং থাকতেও পারবেন না। তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তত দুই বছর সময় লাগবে, আর এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তা সামাল দিতে অসুবিধা হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন পিছিয়ে দিয়ে স্বৈরাচারিতা ঠেকানো সম্ভব নয়, রাজনীতিতে পরিবর্তন আনতে হবে।
উত্তরা কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন। তিনি দেশ ও সমাজের দুর্বৃত্তায়িত পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেন এবং বলেন, নতুন বাংলাদেশে জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
আসিফ