
নির্বাচন নিয়ে কতিপয় উপদেষ্টার ভিন্ন সুর নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমান।দুই একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়,এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান।ইস্কাটান লেডিস ক্লাবে দলটির ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ইস্যুতে দুই একটি দল ভিন্ন সুরে কথা বলছে। আমরা মনে করি, জনস্বার্থের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।”
এদিকে, গণতন্ত্র ফেরাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা উঠছে, আমাদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা পূর্ণ করতে হলে অতীতে যেমন আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, এখনো সেই ঐক্য প্রয়োজন।”
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির মহাসচিবের ঐক্যের আহ্বানে প্রতিক্রিয়া জানান।
এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া যাবে না। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাব। ভবিষ্যতে, রাজনীতি, নির্বাচন ও মুজিববাদী রাজনীতির কোনো স্থান থাকবে না। বিচার প্রক্রিয়া চলমান থাকলে, বিচারের আগে এসব প্রশ্ন আসবে না।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের প্রতি জোর দিতে আহ্বান জানাচ্ছি।”
এছাড়া, প্রধান অতিথি তারেক রহমান তার বক্তব্যে জাতীয় বৃহৎ স্বার্থে ঐক্য বজায় রাখার তাগিদ দেন। তিনি বলেন, “ধর্মের নামে উগ্র সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিকে বিশেষ মহলের অপকৌশল বলেও উদ্বেগ জানান।সাম্প্রদায়িক উগ্রবাদ যদি মাথাচাড়া দেয়, তাহলে গণতন্ত্রের কবর রচনা হবে,”
তারেক রহমান আরও বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতা গণতন্ত্রের কবর রচনা করবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ইস্যু নিয়ে কিছু রাজনৈতিক দলের ভিন্ন সুরের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যু মুখ্য করে অকারণ সময়ক্ষেপণ করা হলে জনমনে ভুল বার্তা পৌঁছে দিবে।”
সূত্র: https://tinyurl.com/3w97hj2u
আফরোজা