ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

‘ইসলামী আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন পৃথিবীতে তৈরি হয়নি’

প্রকাশিত: ০১:১২, ২০ মার্চ ২০২৫

‘ইসলামী আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন পৃথিবীতে তৈরি হয়নি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন এখন পর্যন্ত পৃথিবীতে প্রণীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, আদালত ও হাসপাতাল যদি গণমানুষের কল্যাণে ইনসাফভিত্তিকভাবে পরিচালিত হয়, তাহলে দেশের চিত্র বদলে যাবে। আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এছাড়া, অসহায় বিচারপ্রার্থীদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনার জন্যও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন প্রমুখ।

সূত্র : https://www.facebook.com/share/v/15c9xzdiGv/

আসিফ

×