ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ছাত্র-জনতা রক্ত দেওয়ার পরও কি বৈষম্য থেকে আমরা বেরিয়েছি?: ডা. আকাশ

প্রকাশিত: ০০:২৪, ২০ মার্চ ২০২৫

ছাত্র-জনতা রক্ত দেওয়ার পরও কি বৈষম্য থেকে আমরা বেরিয়েছি?: ডা. আকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ প্রশ্ন তুলেছেন, "ছাত্র-জনতা রক্ত দেওয়ার পরও কি আমরা বৈষম্য থেকে বের হতে পেরেছি?"

তিনি বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে সমান সুযোগ নিশ্চিত করতে হবে, অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে।

ডা. আকাশ বলেন, "নির্বাচন কমিশন বলছে, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোকে কি সেইভাবে প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে? আমরা কি নিরপেক্ষভাবে সব দলকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি?"

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে। "যাকে খুশি তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, অথচ ৬০০০ এর বেশি মামলা রাজনৈতিক বিবেচনায় খালাস করে দেওয়া হয়েছে। তাহলে এই বৈষম্যের অবসান কবে হবে?"

নির্বাচন কমিশন সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বারবার বলেছি, শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু আজও কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অতীতে আমরা দেখেছি, নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগে পুরো ভোট বাতিল করতে পারত না। তাহলে তারা কিভাবে নিরপেক্ষ থাকবে?"

দেশের বিচারব্যবস্থা ও আইন প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। "বাংলাদেশে কি আইন তার নিজস্ব গতিতে চলে? বিএনপির একজন কর্মী রিকশায় উল্টো পথে গেলে পুলিশ তাকে হুমকি দেয়, অথচ ক্ষমতাসীন দলের কেউ হলে কি একই ব্যবস্থা নেওয়া হতো?"

দেশের অর্থনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, "বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। গার্মেন্টস শিল্পে ৩১,৬৫৯ জন শ্রমিক বেকার হয়েছে, অথচ সরকার কী ব্যবস্থা নিয়েছে? কর্মসংস্থান না থাকলে মানুষ ভোট দিয়ে কী করবে?"

তিনি আরো বলেন, "একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫৮% মানুষ মনে করে এই বছরই নির্বাচন হওয়া উচিত, কিন্তু ৭১% মানুষ মনে করে আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দরকার। তাহলে সরকার কি সেই দিকটি গুরুত্ব দিচ্ছে?"

ডা. আকাশ অভিযোগ করেন, "নির্বাচন কমিশন সংস্কারের নামে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। নির্বাচন আসলে হবে তো? নাকি শুধুই প্রতিশ্রুতির মুলা ঝুলিয়ে রাখা হচ্ছে?"

তিনি জোর দিয়ে বলেন, "যদি আমরা বৈষম্য দূর না করতে পারি, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তবু কি আমরা ন্যায়ের পথে ফিরতে পেরেছি?"

ভিডিও দেখুন: https://youtu.be/4TtKlXvKNCQ?si=Cjlj9HcjX4L0aARs

এম.কে.

×