ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

এই মুহূর্তে দেশে রাজনীতি নেই : ডা. আকাশ

প্রকাশিত: ০০:২১, ২০ মার্চ ২০২৫

এই মুহূর্তে দেশে রাজনীতি নেই : ডা. আকাশ

ছবিঃ সংগৃহীত

এসএ টিভির "লেট এডিশন" টক শো অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডা. আকাশ। অনুষ্ঠানটির উপস্থাপক একপর্যায়ে বলেন—

"এই অল্প সংস্কার আর বৃহৎ সংস্কারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আসলে কে করবে? তার পরেই যে নির্বাচনের প্রসঙ্গ আসে, সে বিষয়ে আপনার মতামত জানতে চাইবো।"

উত্তরে ডা. আকাশ বলেন, "ধন্যবাদ। সেই সঙ্গে যারা শুনছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গে থাকা দুইজন আলোচকসহ সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি আসবে, দেশের পরিস্থিতিতে স্বস্তি আসবে—এটাই আমাদের কাম্য। কিন্তু বাস্তবে আমরা এখন অস্বস্তির মধ্যে বাস করছি।"

তিনি আরও বলেন, "একটি নির্বাচনের জন্য নিরপেক্ষতা থাকা জরুরি। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে কি সেই অবস্থা তৈরি হয়েছে? জাতীয় পার্টি কোনো রাজনীতি করতে পারছে না। এখন দেশে রাজনীতি নেই। এমনকি তারা ইফতার মাহফিলও করতে পারছে না—সেখানে কিছু ছেলেপেলে এসে বাধা দিচ্ছে। যদি দেশে এমন পরিস্থিতি হয়, তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? যদি নির্বাচনী ক্ষেত্র সকলের জন্য সমান না থাকে, তবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও মামলা নেওয়া হয়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। অথচ জাতীয় পার্টি দীর্ঘ নয় বছর ক্ষমতায় ছিল এবং দেশের রাজনীতিতে তাদের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু এখন সরকার ছোট ছোট দলগুলোর সঙ্গে ঐক্য করতে চাচ্ছে, এমনকি অনেক দলের তো অস্তিত্বই নেই বা নিবন্ধন নেই।

ছাত্রদের নিয়ে ইতোমধ্যেই একটি দল তৈরি করা হয়েছে—‘কিংস পার্টি’। আবার এপ্রিলে আরেকটি নতুন দল আসছে। সরকার আসলে কী চাচ্ছে? মানুষ কি তা বুঝতে পারছে না? সরকার যারা ক্ষমতায় ছিল তাদের বিভক্ত করে দিচ্ছে, বড় দলগুলোর রাজনৈতিক অবস্থান দুর্বল করে ছোট ছোট দলগুলোর সঙ্গে ঐক্য গঠনের চেষ্টা করছে। এতে কি সত্যিই দেশে শান্তি ফিরে আসবে?"

উপস্থাপক এরপর প্রশ্ন করেন—"কে চাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার?"

জবাবে ডা. আকাশ সংক্ষেপে বলেন—"অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=oGUjSjznHjg

ইমরান

×