
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। দলটির এক বিবৃতিতে এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে দাবি করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে "দ্যা বুফে প্যালেস" রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন লাঠি ও কাচের প্লেট নিক্ষেপ করে, যার ফলে কয়েকজন আহত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এ ঘটনায় হামলার মূল উদ্দেশ্য ও কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
আসিফ