ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশ একটা ‘পরীক্ষার’ মধ্যে অগ্রসর হচ্ছে: মো. তাহের

প্রকাশিত: ২৩:৫২, ১৯ মার্চ ২০২৫

বাংলাদেশ একটা ‘পরীক্ষার’ মধ্যে অগ্রসর হচ্ছে: মো. তাহের

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ৫ আগস্টের সফলতা ছিল জাতীয় ঐক্যের ফল, যেখানে সব শ্রেণির মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। তিনি মনে করেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এবং একটি সুন্দর, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যই হবে সবচেয়ে কার্যকর হাতিয়ার। 

তিনি বলেন, “আমরা সবাই যার যার অবস্থান থেকে জাতীয় ঐক্য বজায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা করব।” এ সময় তিনি চারটি মূল বিষয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন:
১. স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়,
২. একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা,
৩. অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ,
৪. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন।

আজ বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জাতীয় পার্টি (জাফর)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সূত্র : https://youtu.be/cm1Kau-JRbM?si=AHe_T0xEYLD6IWMH

আসিফ

×