
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, "নির্বাচন যত দেরিতে হবে, সংকট তত ঘনীভূত হবে এবং ষড়যন্ত্র তত ডালপালা মেলবে।"
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে দেশের সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারে।
বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নুরুল হক নুর এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই বিপ্লবের আগেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরি করেছে।
"বিএনপির নেতৃত্বে আমরা একত্রিত হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। তবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে বিএনপি একটি বড় ভূমিকা নিতে পারে," বলেন নুরুল হক নুর।
তিনি বাংলাদেশের ভূরাজনীতি ও সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "এটা একটি পুরানো ন্যারেটিভ, যা পশ্চিমারা তৈরি করেছিল।"
নুরুল হক নুর বলেন, "নির্বাচনের দেরি হলে সংকট আরও জটিল হবে এবং অনির্বাচিত সরকার থাকলে অনেকেরই ফায়দা নেয়ার সুযোগ তৈরি হবে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া জরুরি।"
তিনি আরও বলেন, "গণঅধিকার পরিষদ সব সময় বিএনপির যেকোনো ইতিবাচক সিদ্ধান্তের সাথে থাকবে এবং রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের জন্য আমরা সর্বদা প্রস্তুত।"
ভিডিও দেখুন: https://youtu.be/zG8Am2QfZNI?si=n3kKQcPN4yM8PiGT
এম.কে.