ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে: শামা ওবায়েদ

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২১:৫৫, ১৯ মার্চ ২০২৫

সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে: শামা ওবায়েদ

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, "যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে।"

বুধবার (১৯ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দীলা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি নেতাদের ওপর দমন-পীড়ন চালিয়ে তাদের নিজ বাড়িতেও নিরাপদে থাকতে দেওয়া হয়নি।

নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সংগঠিত করে যাচ্ছেন এবং দেশকে সঠিক পথে পরিচালনার জন্য কাজ করে চলেছেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

বক্তারা বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তারা দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে এবং তখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কোনো নিরপরাধ ব্যক্তি গুম হবে না, অর্থনীতি ও ব্যাংকিং খাতসহ সব ক্ষেত্রে উন্নতি সাধিত হবে।

নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক সংস্কার দ্রুত সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এবং তা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে।

এম.কে.

×