ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে লাভ নেই আ. লীগের: ইলিয়াস হোসাইন

প্রকাশিত: ১৯:৪৭, ১৯ মার্চ ২০২৫

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে লাভ নেই আ. লীগের: ইলিয়াস হোসাইন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, যদি ফিরে আসে সেটা যে ভয়ংকর সেটাতো আমরা জানি। উনার ফিরে আসা সবসময়ই ভয়ংকর ছিল। কখনই ভাল কিছু ছিলনা। কিন্তু প্রশ্ন হচ্ছে ফিরে আসবে কি না। 

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অনলাইনে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আসি যেটা মনে করি, বাংলাদেশের মানুষ কেউই চায়না সে ফিরে আসুক এবং যারা কিনা এখনও ফেসবুকে বসে তারপরে বিভিন্ন সময় বলেন রাস্তায় নামতে এখানে ওইখানে তাদের ভেতরে যেমন আমি যদি মেয়র জাহাঙ্গীরের কথা বলি এখানে এটা হবে ওইখানে ওইটা হবে। মেয়র জাহাঙ্গীর কিন্তু নিজেই দেশে নাই। 

তিনি আরও বলেন যেটাই হোক যেভাবেই হোক আগামী ১৫-২০ বছরের ভেতর আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় র-য়ের যে এজেন্টরা আছে বিশেষ করে সচিবালয়ে, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এই জায়গাগুলিকে যদি আমরা র-মুক্ত করতে না পারি তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে হয়তো আওয়ামী লীগের আবার ফেরত আসার সম্ভাবনা থাকবে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=XdGZAQCm7xk

শিহাব

×