
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্যতা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উনার (নাহিদ ইসলাম) বয়স ২৬, উনি ৭৬ বছরেও প্রধানমন্ত্রী হতে পারেন। সামনে আরও ৫০ বছর আছে। পাঁচটা দশক তার কাছে আছে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি বলেছি খোদা জানে। আমরা যারা সাংবাদিক তাকে হয়তো ২০২৮-১৯ থেকে চিনি। কিন্তু বাংলাদেশের কে চিনতো তাদেরকে? এটাকে নিয়ে টুইস্ট করার কিছু নাই। যারা এটা করছে তারা আমার অরিজিনাল স্ট্যাটমেন্টটা পড়েনি। আমি একদম সুস্পষ্টভাবে লিখেছি।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=WzyP9LKjfPQ
শিহাব