ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ভারত মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলেরই ’সাউথ এশিয়ান ভার্সন’

প্রকাশিত: ১৭:০২, ১৯ মার্চ ২০২৫

ভারত মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলেরই ’সাউথ এশিয়ান ভার্সন’

ছবি: সংগৃহীত

ভারত মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলেরই 'সাউথ এশিয়ান ভার্সন' বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

আজ বুধবার (১৯ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে এমন তথ্য শেয়ার করেন।

পাঠকের জন্য সাদিক কায়েমের লেখাটি হুবহু তুলে ধরা হলো-

“মুসলমানদের দমন-পীড়ন করতে ভারতের হিন্দুত্ববাদী শক্তি এবং রাষ্ট্রীয় বাহিনীর যোগসাজশ স্পষ্ট। রাষ্ট্রীয় মদদে মুসলমানদের বাড়িঘর, মসজিদ, ধর্মীয় ও মানবাধিকারের উপর এমন সর্বগ্রাসী আক্রমণ প্রমাণ করে, ভারত মধ্যপ্রাচ্যের ক্যান্সার ই/স/রা/য়ে/লেরই 'সাউথ এশিয়ান ভার্সন'।

সমগ্র উম্মতের ক্ষুদ্র অংশ হিসেবে, মুসলমানদের উপর চলমান জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলা, জালিম ও জুলুমের বিনাশে সব রকম সক্ষমতা অর্জনের চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক।”

 

শিহাব

×