ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা মামলায় আমাকে সাজা দিয়েছে: মিল্টন ভূঁইয়া

প্রকাশিত: ১৫:১৭, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১৫:১৯, ১৯ মার্চ ২০২৫

শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা মামলায় আমাকে সাজা দিয়েছে: মিল্টন ভূঁইয়া

মিল্টন ভূঁইয়া

বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, “স্বৈরাচার শেখ হাসিনা তার সন্তান সজিব ওয়াজেদ জয়কে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে নয় বছর দেশের বাইরে থাকতে বাধ্য করেছিলেন। তবে আমি কখনও থেমে থাকিনি। সন্দ্বীপের মানুষের সাথে আমার প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ ছিল। আমি তাদের সাহায্য করেছি যতটুকু পেরেছি।”

মিল্টন ভূঁইয়া আরও বলেন, “শেখ হাসিনা আমাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি দেশে ফিরে এসেছি। এখন থেকে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একসাথে কাজ করবো এবং সন্দ্বীপের একটি সিট অর্জন করে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দেবো।”

এসময় মিল্টন ভূঁইয়া সন্দ্বীপবাসীর শিক্ষা, স্বাস্থ্য, সাহায্য এবং অন্যান্য সকল সমস্যা দ্রুত সমাধান করবে বলে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি দিয়েছেন।

আশিক

×