ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ছাত্রদলের যেমন নেতা দরকার তেমনি পেয়েছি: হাবিব উন নবী খান সোহেল

প্রকাশিত: ১২:৪২, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১২:৫১, ১৯ মার্চ ২০২৫

ছাত্রদলের যেমন নেতা দরকার তেমনি পেয়েছি: হাবিব উন নবী খান সোহেল

ছাত্রদলের যেমন নেতা দরকার তেমনি পেয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ৩ দিনব্যাপী হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ছাত্রদলের এই সময়ে যেমন নেতা দরকার আমরা তেমনটি পেয়েছি। এত সুন্দর কথা বলেন মিডিয়ার সামনে যে ছাত্রদল যে স্মার্ট ছেলেদের সংগঠন তা বারবার প্রমাণিত হয়। আমি রাকিব আর নাসিরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমাদের এই সংগঠনের মর্যাদা করে রেখেছো।

তিনি বলেন, ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরা কত সুন্দর করে তেলাওয়াত করল, এটা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। ছাত্রদল যেন এ ধরনের আয়োজন অব্যাহত রাখে।

গ্রামাঞ্চলে থাকা মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করার তাগিদ দিয়ে সোহেল বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও নগরায়ণের ফলে আমাদের গ্রামের মেধাবীরা যাতে হারিয়ে না যায়। গ্রামাঞ্চলে নজর দিয়ে সেখান থেকে মেধাবীদের বের করে আনবে ছাত্রদল। ছাত্রদল মেধাবী খুঁজবে আর গুন্ডারা গুন্ডা খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষককে খুঁজবে।

ছাত্রদলের উদ্দেশে সোহেল বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এর মধ্যে কিছু কিছু অপপ্রচার কিন্তু সব অপপ্রচার না। দীর্ঘ পনেরো-ষোলো বছর তোমাদের ওপর নির্যাতন হয়েছে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসার দানা বাঁধতে পারে। ছাত্রদল চাইলে বাংলাদেশ স্থবির করে দিতে পারে। সাফল্যই সেরা প্রতিশোধ।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন‌ নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সজিব

×