ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাংলাদেশে সম্পত্তি আইন প্রয়োগের কোনো বাস্তব কাঠামোই নেই: সামান্তা শারমিন

প্রকাশিত: ১০:৪৯, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ১০:৫৪, ১৯ মার্চ ২০২৫

বাংলাদেশে সম্পত্তি আইন প্রয়োগের কোনো বাস্তব কাঠামোই নেই: সামান্তা শারমিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্পত্তি আইন প্রয়োগের কোনো বাস্তব কাঠামোই নেই- বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

তিনি বলেন, নাগরিক অধিকারের বিষয়ে নারীও নাগরিক, তাকেও সেই অধিকার গুলো দেওয়া উচিত। নাগরিক হিসেবে খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যাদের বেশি প্রয়োজন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সেই পরিমাণ যোগানের ব্যবস্থা করা এটাই হলো সমতা।

তিনি আরো বলেন, নিরাপত্তার দিক থেকে নারীরা অনেক বেশি‌ অরক্ষিত। হিন্দু কমিউনিটিদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এছাড়া, বাংলাদেশের নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায় আরো বেশি জোর দেওয়া প্রয়োজন। রাষ্ট্রের পক্ষ থেকে সম্ভব হলে ভর্তুকি দেওয়া প্রয়োজন। তাদের প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব দিতে হবে। এখানে যদি এসব বিষয় পুরুষদের সমান করে দেখা হয় সেটি যৌক্তিক হবে না।

পারিবারিক আইন বিষয়ে তিনি বলেন, সম্পত্তি আইনের কোনো বাস্তবায়ন বাংলাদেশে নেই। আর তা না থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে পারিবারিক সম্পর্ক ও বন্ধনগুলো অত্যন্ত জটিল ও ভঙ্গুর হয়ে যায়।

তিনি আরো বলেন, আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই কারণ বাংলাদেশে সেই কাঠিমোটি নেই। আইনের যে পারিবারিক গঠনকে বিভক্তকরণ বা বিভাজন প্রবণতাটি আছে তা প্রতিরোধ করতে সামাজিক, পারিবারিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সম্পত্তি আইনটির যথাযথ প্রয়োগ কখনোই হয়নি বলে মত প্রকাশ করেন সামান্তা। তাই আইনটি রিভিউ করে, প্রয়োগ করে এর প্রতিক্রিয়া ও ফলাফল যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে যে এটি বহাল থাকবে কিনা।

সূত্র: https://youtu.be/pivttaIhe9Y?si=0SVSclq6zKBE142a

মায়মুনা

×