
ছবি: সংগৃহীত
বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যে দলের গোড়াপত্তন চাঁদাবাজির মাধ্যমে হয়েছে, সেই দলই আমাদের প্রশ্ন করে— বিএনপি ক্ষমতায় এলে দেশের কী হবে?’
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিল কলোনি সমাজকল্যাণ সমিতির অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, ‘পত্রিকায় দেখলাম, নতুন যে দল গঠিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমজনতা পার্টি যেভাবে বক্তব্য দিয়েছে, আমি তা বলতেও পারছি না। ফেসবুকে দেখলাম, তারা বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছে, এমনকি এ কে আজাদের কাছ থেকেও অর্থ পেয়েছে বলে বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক বোন নাকি এখন ব্র্যান্ডেড পোশাক পরে চলাফেরা করছেন। তিনি টাকা পান কোথায়? ওরাই বলছে, আমি কিন্তু কিছু বলিনি। আমি শুধু ফেসবুকের প্রেস ব্রিফিংয়ের কথা উল্লেখ করছি।’
তিনি আরও বলেন, ‘অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। খেয়াল করলে দেখবেন, পত্রপত্রিকায় বিএনপির পক্ষে ভালো কিছু লেখা হয় না। শুধু নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়— বিএনপি চাঁদাবাজি করেছে, অথচ জামায়াতে ইসলামীর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, দেশের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আদালতের রায়ে স্পষ্ট হয়েছে— বিএনপি প্রতারকদের দল নয়, বিএনপি কোনো ভণ্ডদের সংগঠন নয়। বরং বিএনপির সহযোগিতায় অনেক রাজনৈতিক দলের নেতারা মন্ত্রী হয়েছেন, যা সবাইকে মনে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকে মনে করছেন, বিএনপি কিছুদিন পর ক্ষমতায় আসবে, তাই এখনই কোণঠাসা করতে হবে। বিএনপিকে আওয়ামী লীগের মতো দেশছাড়া করতে হবে। তবে আওয়ামী লীগের একটি মামুর বাড়ি ছিল, বিএনপির মামুর বাড়িও নেই, চাচার বাড়িও নেই। এই দেশই বিএনপির একমাত্র আশ্রয়।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন, “বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।” এক-এগারোর সময় তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছিল, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, “আমি দেশ ছেড়ে যাব না।” তিনি দেশ ছাড়েননি, কারণ তিনি এ দেশের মানুষ। এখনো তিনি অসুস্থ, কিন্তু তাঁর পরিবার— ছেলে, ছেলের স্ত্রী, নাতনি— দেশে ফিরে আসতে চাইছেন। হয়তো ঈদের পর তাঁরা দেশে ফিরবেন।’
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিকেই দায়ী করা হচ্ছে। অথচ আওয়ামী লীগ বিএনপিকে ১৭ বছর ধরে ঘরছাড়া করে রেখেছে। আমি নিজে ১১ বছর কারাবন্দি ছিলাম, আর আমার স্ত্রী ১৬ বছর জেলে কাটিয়েছেন।’
আসিফ