ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

৬ আগস্টে খালেদা জিয়া কী বলেছিলেন মামুনুল হককে?

প্রকাশিত: ০১:২৮, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০২:০৭, ১৯ মার্চ ২০২৫

৬ আগস্টে খালেদা জিয়া কী বলেছিলেন মামুনুল হককে?

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে চেয়ারে বসে বিএনপি চেয়ারপারসন মামুনুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার বাবা, প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করেন।

আলোচনার এক পর্যায়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে কথা হয়। পাশাপাশি, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও লুটপাটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খালেদা জিয়া।

মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন তাকে বলেন, “আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না। তবে, যদি আপনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এগিয়ে যান, তাহলে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা নয়।”

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন, তোফাজ্জল হোসেন মিয়াজী, শায়খুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাসান জুনাঈদ প্রমুখ।

সূত্র : https://youtu.be/Ry4780Bre0s?si=GuW3lN-_tHR8r__P

আসিফ

×