
ছবি: সংগৃহীত।
মেধাবীদের দিয়ে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব। গতকাল (১৮ মার্চ) বিএনপি ছাত্রদলের একটি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রাকিব বলেন, "আমাদেরকে গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যেতে হবে। সেখান থেকে মেধাবীদের বের করে এনে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে—এই প্রতিজ্ঞা আমরা করছি।"
তিনি আরও বলেন, বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ খান সোহেল তার বক্তব্যে উল্লেখ করেছেন যে ছাত্রদল শুধুমাত্র কেন্দ্রীয় কিংবা রাজধানীভিত্তিক কর্মসূচি গ্রহণ করবে না। বরং সারা দেশে, গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে গিয়ে কাজ করবে। ছাত্রদল ইতোমধ্যে রমজান মাস শেষে বিজ্ঞান ও সংস্কৃতি উৎসবসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
রাকিব জানান, "সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সহশিক্ষামূলক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে। নারীর জাগরণ এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদল নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।"
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে এতে অংশ নিচ্ছে।
সভায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং তার তত্ত্বাবধানে দেশ পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
নুসরাত