
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারকে সতর্ক করে বলেছেন যে, "সরকার যদি কোন বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, তবে তা সফল হবে না।" তিনি সংস্কারের নামে কালক্ষেপণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এজিবি কলোনিতে এক ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "সংস্কার যদি করতেই হয়, তবে নির্বাচনের জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পূর্ণ করতে হবে সরকারকে। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোন রকম সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না।"
তিনি আরও বলেন, "আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্রপত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখা হয় না, শুধু খারাপ খবর থাকে, যেমন—তোমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে বিএনপির।"
দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি, বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে তাদেরকেও হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস।
বিএনপির শীর্ষ নেতারা একযোগভাবে সরকারের প্রতি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন। তারা সংস্কার ও নির্বাচনের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন, অন্যথায় তা দেশের জনগণের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না।
সূত্র:https://tinyurl.com/5y9xwn3v
আফরোজা