ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশারফ হোসেন

প্রকাশিত: ০১:০৪, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ০১:০৫, ১৯ মার্চ ২০২৫

আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশারফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, তালবাহানা না করে অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিন।"


বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় বিএনপির নেতারা তার অবদান স্মরণ করেন।
এ সভায় দলটির নেতারা বলেন, ওয়ান ইলেভেনের সংকটের সময় খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হাল ধরে দলকে সুসংগঠিত রেখেছিলেন। এছাড়াও, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে তার সাহসিকতা স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা।

দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন, "দেশের জনগণ বিভিন্ন সময়ে গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে।" তিনি আরও বলেন, "যারা জনগণকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ছাত্রজনতার আন্দোলনে তাদেরকে উৎখাত করে দেখিয়েছে দেশবাসী।"


তিনি বলেন, "পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে, আবার এই জনগণ কি দেখিয়েছে যে যারা ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু এদেশের ছাত্রজনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে।"


মোশারফ হোসেন আরও বলেন, "সরকারকে বলতে চাই যে আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দিন। তাহলে আপনারাও সম্মানের সাথে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণ এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে।"


সূত্র:https://tinyurl.com/5y9xwn3v

আফরোজা

×