
ছবি: সংগৃহীত
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মন্তব্য করেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে একত্রে মূল্যায়ন করা ‘অনেক বড় অবিচার’ হবে। তিনি বলেন, ইসলামি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকা পালন করছে, আর আওয়ামী লীগ পুরোপুরি আবু জাহেলের মতো আচরণ করছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার’ চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মামুনুল হক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুই দলের মধ্যে ঐতিহাসিক অনেক পার্থক্য রয়েছে এবং তাদের রাজনৈতিক দর্শন একে অপরের থেকে ভিন্ন। তিনি উদাহরণ হিসেবে আবু জাহেল এবং আবু তালেবের কথা উল্লেখ করেন, বলেছিলেন, যেহেতু কেউই ইসলামের অনুসারী ছিলেন না, তাই যদি কেউ আবু জাহেল ও আবু তালেবকে একত্রে মূল্যায়ন করেন, তবে তা হবে সবচেয়ে বড় ভুল।
আসিফ