ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ওয়াসায় চাকরি কেলেঙ্কারি নিয়ে যা বললেন এনসিপি’র নেতা ফারুক এহসান

প্রকাশিত: ১৪:৪৮, ১৮ মার্চ ২০২৫

ওয়াসায় চাকরি কেলেঙ্কারি নিয়ে যা বললেন এনসিপি’র নেতা ফারুক এহসান

ছবি: সংগৃহীত

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব ফারুক এহসান বলেন, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা যখন আমরা দেই তখন জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়। দ্বিতীয়ত, আমরা যখন বলি যে আমরা নতুন একটা রাজনৈতিক দল বন্দোবস্ত করবো, সে রাজনৈতিক বন্দোবস্ত যখন আমাদের যখন কোনো অভিযোগ ওঠে, অভিযোগগুলো আমাদের ইমেজকে আরও বেশি ক্ষতিগ্রস্থ করে। 

সাম্প্রতিক ওয়াসায় চাকরি কেলেঙ্কারি বিষয়ে তিনি বলেন, এই ধরনের অভিযোগ আসা এক দিক থেকে ভাল, আমরা আরও বেশি নিজেদেরেকে শুদ্ধ করার জন্য তাড়না অনুভব করি। কিন্তু, সেবচেয়ে বড় সমস্যা হচ্ছে বারবার যদি এরকম মিথ্যা অভিযোগ আসতে থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কোনো সত্য অভিযোগও আসেেআমরা হয়তো সেটাকে গুরুত্ব দিবো না বা জনগণ হয়তো সেটাকে গুরুত্ব দিবেনা।

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রত্যেকটা অভিযোগকে নিজেদের বিশুদ্ধত্র দিকে যাওয়ার পদক্ষেপ হিসেবে দেখি।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=jLlnTISGz2k

শিহাব

আরো পড়ুন  

×