
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন শিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত।
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্ররা নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে, যেটি এপ্রিল মাসে আত্মপ্রকাশ করবে। শিবির নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে এই প্ল্যাটফর্মটি গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কাজ করবে।
আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান, ফ্যাসিবাদী সরকার এবং সামাজিক ও রাজনৈতিক কাঠামোর দুর্নীতির বিরুদ্ধে এই প্ল্যাটফর্ম কাজ করবে। তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা দেওয়ার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।" প্ল্যাটফর্মটি দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে কাজ করবে।
জুনায়েদ ও রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তারা ইসলামী ছাত্রশিবিরের নেতা হিসেবে পরিচিত এবং জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তারা জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে কাজ করছিলেন, তবে চলতি বছর তারা এই দলের সাথে যুক্ত থাকতে না চাওয়ার সিদ্ধান্ত নেন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=57wAMliIieU
শিহাব