ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

জনগণের নির্বাচিত সরকার না আসলে স্বৈরাচার বিদায় হবে না: আমীর খসরু

প্রকাশিত: ০৯:৪৭, ১৮ মার্চ ২০২৫

জনগণের নির্বাচিত সরকার না আসলে স্বৈরাচার বিদায় হবে না: আমীর খসরু

ছবি: সংগৃহীত

যতক্ষণ জনগণ নির্বাচিত সরকার পাবে না, ততক্ষন স্বৈরাচার বিদায় হবে না, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে খুব সহজভাবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, আমরা সেটিকে দীর্ঘায়িত ও বিলম্বিত করছি। শুধু তাই নয়, এটিকে আমরা আরো জটিল করছি।

তিনি আরো বলেন, সংসদীয় সরকারের বাইরে গিয়ে আমরা আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি যে গোষ্ঠী একটি ছক করেছে এবং মনে হচ্ছে সেই পথেই সবাইকে ঢুকানোর একটি প্রক্রিয়া করছে।

তিনি বলেন, দায়বদ্ধ সরকার, জবাবদিহি সরকার, জনগণের নির্বাচিত সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষন পর্যন্ত আপনারা মনে করবেন বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়নি।

সূত্র: https://youtu.be/_BiGHEqj_yI?si=aczfuUjk6d7F_kKl

মায়মুনা

×