
ছবি: সংগৃহীত
ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “ধর্ষকরা আমাদের মাঝেই লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে একে একে শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার সময় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, কিন্তু যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে না। আফরোজা আব্বাস বলেন, “একটা অন্যায় মানে শেখ হাসিনার বিপক্ষে যাওয়া—এই নীতিতেই চলছে সরকার। সুবর্ণচরের পারুলকে শুধু ধানের শীষে ভোট দেওয়ার কারণে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। এটাই কি তাহলে শাস্তি?”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ। ধর্ষণের ঘটনা প্রতিদিন বাড়ছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির অভাবেই অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে। আমরা বারবার বলেছি, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যেন জনগণ দেখে এবং ভবিষ্যতে কেউ এই অপরাধ করতে সাহস না পায়।”
আইনে ধর্ষণের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবিতে তিনি বলেন, “যদি প্রচলিত আইন কাভার না করে, তাহলে ইসলামিক আইন অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইয়েমেনে ধর্ষণের শাস্তি হিসেবে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের দেশেও এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”
তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, “একটি ছোট শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে, বাসে নার্স ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব। ধর্ষকদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ প্রসঙ্গে তিনি জাতীয়তাবাদী দলের অবস্থান তুলে ধরে বলেন, “আমরা শুধু কথায় সীমাবদ্ধ থাকব না, বরং ধর্ষণের শিকার প্রতিটি পরিবারের পাশে দাঁড়াব। আমাদের দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় নারীদের পাশে ছিলেন, আমাদের নেতা তারেক রহমানও বলেছেন, ‘যেখানেই নারী নির্যাতন হবে, সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল থাকবে।’ আমরা সেই দায়িত্ব পালন করব।”
আফরোজা আব্বাস আরও বলেন, “আমরা চাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের ভোটে সরকার নির্বাচিত হোক। কারণ, যেখানে গণতান্ত্রিক সরকার থাকে না, সেখানে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের জানান, কোথায় অন্যায় হচ্ছে। আমরা সেখানে যাব, নির্যাতিতদের পাশে দাঁড়াব এবং তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “নারী নির্যাতন রোধে শুধু প্রতিবাদ করলেই চলবে না, দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আমরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত বিচার নিশ্চিত হয়।”
ভিডিও দেখুন: https://youtu.be/muk73CC6-qg?si=kwAli8xl2CO-eWHJ
এম.কে.