ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

রাষ্ট্রে হারাম আইন থাকলে, একাকী পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয়: গোলাম পরওয়ার

প্রকাশিত: ০১:৪০, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ০১:৪১, ১৮ মার্চ ২০২৫

রাষ্ট্রে হারাম আইন থাকলে, একাকী পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয়: গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "রাষ্ট্রে যদি আল্লাহ তায়ালার বিধান ও পবিত্র কোরআনের আইন কার্যকর না হয়, তবে একাকী তাহাজ্জুদ পড়ে পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয়।"

তিনি বলেন, রাষ্ট্রে যদি মানবিক আইন ও হারাম কার্যক্রম আইনগতভাবে চালু থাকে। তবে মানুষের জন্য পরিপূর্ণ ইসলামিক জীবন পরিচালনা কঠিন হয়ে পড়ে।

রাজধানীর একটি কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "কোরআনে আল্লাহ মানুষের পরিপূর্ণ জীবন পরিচালনার জন্য নির্ভুল নির্দেশনা দিয়েছেন।" তিনি মনে করেন, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হলে আমরা আসল মুসলিম হতে পারব না।

গোলাম পরওয়ার বলেন, "তাকওয়া ও কোরআনের বাংলাদেশ গড়লে সেই লক্ষ্য পূরণ হবে, যা ছাত্রজনতা বিপ্লবের মাধ্যমে প্রত্যাশা করেছিল।" তিনি আরও জানান, "কোরআনের বিজয় না হলে, তাকওয়ার বিজয় শতভাগ অর্জন সম্ভব নয়।"

আশিক

×