ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বুলডোজারের নেক্সট টার্গেট সুধা সদন: গোলাম মওলা রনি

প্রকাশিত: ০০:৫৯, ১৮ মার্চ ২০২৫

বুলডোজারের নেক্সট টার্গেট সুধা সদন: গোলাম মওলা রনি

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধু ভবন ৩২ নম্বর ভাঙার পর এবার বুলডোজারের পরবর্তী টার্গেট হতে পারে সুধা সদন।

তিনি বলেন, "বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু ভবন ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা আওয়ামী লীগের মন ও মননে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এই বেদনা কখনও দূর হবে না। এ ঘটনার ফলে আওয়ামী লীগের মধ্যে যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা আগামী ২০ বছরের মধ্যে কাটবে না। যতদিন পর্যন্ত তারা ৩২ নম্বর পুনর্নির্মাণ করে আগের রূপে ফিরিয়ে আনতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিক মনোবল পুরোপুরি পুনরুদ্ধার হবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "মাত্র কয়েক হাজার লোক সারারাত ধরে সংগীত বাজিয়ে বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দিল, অথচ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী কিছুই করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে অপমান ও অবজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে।"

গোলাম মাওলা রনি বলেন, "এই পরিস্থিতির ফলে আওয়ামী লীগের সম্পদ ও সহায়-সম্পত্তিকে ‘গণিমতের মাল’ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী বিরোধী শক্তি যখন ইচ্ছে, তখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা দখল করতে পারছে, বাড়িঘর জ্বালিয়ে দিতে পারছে, এমনকি গণপিটুনিও দিতে পারছে।"

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই ধারা অব্যাহত থাকলে সুধা সদনও বুলডোজারের আঘাতে ধ্বংস হতে পারে।

তিনি আরও বলেন, "যারা বিএনপি-জামায়াত কিংবা আওয়ামী লীগের প্রতিপক্ষ, তারা এখন উল্লাস করছে। ৩২ নম্বর ভেঙে ফেলা হয়েছে, যা পাকিস্তানিরা পর্যন্ত সাহস করেনি। অথচ কিছু ইউটিউবারের আহ্বানে এটি সম্ভব হলো। এখন এই শক্তিগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং সুধা সদন ভাঙার পরিকল্পনাও করছে।"

গোলাম মাওলা রনি দাবি করেন, শেখ হাসিনার পতনের পেছনে ২৮ অক্টোবরের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওই দিন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা পরবর্তী সময়ে সরকার কঠোরভাবে দমন করে। তবে এখন জাহাঙ্গীরের সাম্প্রতিক বক্তব্য আওয়ামী লীগ সমর্থকদের পুনরায় সংগঠিত করছে, যা তাদের প্রতিপক্ষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

তিনি বলেন, এই পরিস্থিতির মোকাবিলায় আওয়ামী বিরোধী শক্তি এবার আরও কঠোর অবস্থানে যেতে পারে এবং সুধা সদনের ওপর বুলডোজারের আঘাত হানতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এই ঘটনা ঘটে, তাহলে সেটি হবে আওয়ামী লীগের জন্য আরেকটি ভয়াবহ ধাক্কা।

ভিডিও দেখুন: https://youtu.be/sh-rXhCACx4?si=rkEMhjfcL19ngP_5

এম.কে.

×