
ইফতার বিতরণ করছেন ছাত্রদল নেতা আবু জাফর
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রবিবার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও এতে অংশ নেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, “এ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে নির্বিঘ্নে ইফতার আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের বিষয়। গত বছর আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, আগামী বছর মানুষ নিরাপদে ইফতার করবে। আজ সেটিই বাস্তবে রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থানের ফলে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশেও দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান মো. আরিফুর রহমান, ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, এইচ এম আল আমিন হোসেনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন কলেজ ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতেও তারা রাজনৈতিক, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।
সাবরিনা/শহীদ