ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নিবন্ধন না পাওয়া নতুন দলের ভাবে মনে হচ্ছে তারাই বড় দল: শেখ রবিউল আলম

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫০, ১৭ মার্চ ২০২৫

নিবন্ধন না পাওয়া নতুন দলের ভাবে মনে হচ্ছে তারাই বড় দল: শেখ রবিউল আলম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশে বর্তমানে শতাধিক রাজনৈতিক দল রয়েছে, তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হাতে গোনা কয়েকটি। নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিকে তিনি সেই গতানুগতিক ধারারই অংশ হিসেবে দেখছেন এবং এতে ভিন্নতা খুঁজে পাচ্ছেন না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধনী ব্যক্তিদের সম্পৃক্ততা নতুন কিছু নয়। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবসময়ই ব্যবসায়ী ও বিত্তশালীদের সংশ্লিষ্টতা ছিল, যা আওয়ামী লীগ ও বিএনপির ক্ষেত্রেও দেখা গেছে। তাই ধনী ব্যক্তিদের অর্থায়নে নতুন দলের আত্মপ্রকাশকে আমি আলাদা কিছু মনে করি না।

শেখ রবিউল আলম আরও বলেন, একটি দল নিবন্ধন পায়নি, কিন্তু তাদের ভাবে মনে হচ্ছে তারাই সবচেয়ে বড় দল। তাহলে দেশে যে শতাধিক রাজনৈতিক দল রয়েছে, তাদের ভূমিকা কোথায়?

নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, যদি তারা সত্যিই রাজনীতিতে পরিবর্তন আনতে চায়, তবে জনগণের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে, তাদের চাহিদার প্রতিফলন ঘটাতে হবে। শুধু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নতুন দল গঠন করলে জনগণ সেটি মেনে নেবে না।

তিনি আরও বলেন, রাজনীতি বিরাজনীতিকরণের শিকার হচ্ছে, ব্যবসায়ীদের প্রভাব বাড়ছে, আর রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে পড়ছেন। এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আমাদের প্রয়োজন প্রতিযোগিতামূলক রাজনীতি, যেখানে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে এবং রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি আরও বলেন, রাজনীতিতে নতুন দল আসুক, জনগণের কল্যাণে কাজ করুক, এটিকে বিএনপি স্বাগত জানায়। তবে নতুন দলের নামে যদি কেবল ক্ষমতা দখলের নতুন কৌশল চলে, তবে সেটি কোনোভাবেই গণতন্ত্রকে এগিয়ে নেবে না।

তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐকমত্য দরকার। নতুন রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের কাছে যাওয়া, বাস্তবসম্মত নীতি-আদর্শ তুলে ধরা এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত করা।

ভিডিও দেখুন: https://youtu.be/PCH0wzsLCEk?si=dF3AvL04jcQIc4MK

এম.কে.

×