ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

১/১১’র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে: তারেক রহমান

প্রকাশিত: ২১:৪১, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২২:০১, ১৭ মার্চ ২০২৫

১/১১’র মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে: তারেক রহমান

ছ‌বি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ওয়ান ইলেভেন এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। বলেন আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়ে রাষ্ট্র মেরামতের কথা বলেছে বিএনপি।

জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, "একটি চক্র বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কাজ করছে। তারা তাদের অবস্থান থেকে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়া হাউজগুলোর মাধ্যমে বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালে ফেলার ষড়যন্ত্র করছে, ঠিক যেমনটা হয়েছিল ওয়ান ইলেভেনের সময়।"

তারেক রহমান জানান, আড়াই বছর আগেই বিএনপি রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছিল। দলের নেতাকর্মীরা সবসময় জনগণের স্বার্থে কথা বলে এবং যেকোনো ধরনের দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে।

তিনি আরও বলেন, "২০১৭ সালে দেশনেত্রী খালেদা জিয়া মিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী। এই পতন হবেই, এর বাইরে কোনো পথ নেই। তবে স্বৈরশাসকের পতনের পর দেশকে পুনর্গঠনের দায়িত্ব আমাদেরই নিতে হবে। ২০-২২ কোটি মানুষের এই দেশকে সঠিক পরিকল্পনা ছাড়া মেরামত করা সম্ভব নয়।"

আবীর

×