
ছবি: সংগৃহীত
সময় যত গড়াচ্ছে, ততই ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে, বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছে। তবে মাঠে নেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সরকার গঠনের প্রত্যাশা করছে দলটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মনে করেন, আসন্ন নির্বাচনে তাদের দল ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পেতে পারে এবং বিএনপি সরকার গঠন করলে এনসিপি শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে।
রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এক বছরের মধ্যে বিএনপি সরকার গঠন করবে এবং জাতীয় নাগরিক পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। তার ব্যক্তিগত প্রত্যাশা, এনসিপির কিছু সদস্য সংসদে থাকবেন এবং দলটি বাইরে থেকেও সক্রিয় বিরোধী দল হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।
সভায় একটি জরিপের ফলাফলও প্রকাশ করা হয়, যা পরিচালনা করেছে ইনোভেশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান। এতে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।
সারোয়ার তুষার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামী কিছুটা জনপ্রিয়তা পেলেও এনসিপি জামায়াতের চেয়ে বেশি ভোট পেতে পারে। ঐতিহাসিকভাবে দেখা গেছে, এমন পরিস্থিতিতে জামায়াতের প্রতি জনসমর্থন বাড়লেও এবারের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামায়াত উভয় দল থেকেই সমর্থন পাবে বলে মনে করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের ভোট এবার তিন ভাগে বিভক্ত হবে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার। তার মতে, তরুণ আওয়ামী লীগ সমর্থক ও যারা নিরুপায় হয়ে দলটিকে সমর্থন করতেন, তাদের একটি বড় অংশ বিএনপি, জামায়াত ও এনসিপির দিকে ঝুঁকতে পারেন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন সামনে আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তবে এ উত্তেজনা সংঘাতের দিকে না গড়ানোর বিষয়ে তিনি আশাবাদী।
ভিডিও দেখুন: https://youtu.be/i7TnF-LTqN4?si=XAzisxDEgPHnNZFK
এম.কে.