ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিএনপির নেতাকর্মীরাই জুলাই-আগস্ট আন্দোলনের বীজ বপন করেছে: মাহবুবের রহমান শামীম

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ২০:১৪, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ২০:১৯, ১৭ মার্চ ২০২৫

বিএনপির নেতাকর্মীরাই জুলাই-আগস্ট আন্দোলনের বীজ বপন করেছে: মাহবুবের রহমান শামীম

ছবি: সংগৃহীত

গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে সরকারবিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করেছেন। এভাবে আন্দোলনের যে বীজ বপন করা হয়েছে, তাতে জুলাই-আগস্ট আন্দোলনে হাসিনার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে নোয়াখালীর হাতিয়া পৌরসভা ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজার মাঠে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, 'হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী দোসররা দেশের আনাচে-কানাচে রয়ে গেছে। তারা এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।'

হাতিয়া পৌরসভা বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি মো. মাঈন উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ আলা উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, সহ-সাধারণ সম্পাদক লুৎফল্লাহিল মজিদ নিশান, হাতিয়া দ্বীপ কলেজ সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আশিক ইকবাল, জেলা যুবদল সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরাসহ বিভিন্ন পেশার প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কিরণ/রাকিব

×