ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সেই হাসিনাই এখন ভারতের গলার কাঁটা!

প্রকাশিত: ১৯:৫৪, ১৭ মার্চ ২০২৫

সেই হাসিনাই এখন ভারতের গলার কাঁটা!

শেখ হাসিনা পালিয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়াই এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের ঘণ্টা বন্ধ হয়ে গেছে। তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি, গোপন ষড়যন্ত্রের জাল বুনো হচ্ছে একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পাঁয়তারা। দিল্লির ধোঁয়া হয়তো মাঝেমধ্যেই কমে তবে মোদি প্রশাসন এর হতাশা কমে না।তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে যেখানে একচ্ছত্রভাবে চলতো তাদের অঘোষিত আইন।


মোদির জন্য ই হয়তো রবীন্দ্রনাথ লিখে গেছেন দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না, রইলো না।সেই যে আমার নানা রঙের দিনগুলি।সোনার খাঁচায় কয়লা পুড়ে দেওয়া হাসিনা ও এখন ভারতের গলার কাটা।ভারত ও এখন আর তাকে রাখতে চাইছেনা। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারত হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায়না। তবে নয়া দিল্লির দোটানা আছে, তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না। ভিতরে হাসিনাকে উপড়ে ফেলে স্বস্তি পেতে চায়। টাইমস অব ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবেনা। এ সংক্রান্ত কোন আইন নেই।

সূত্র:  NTV News

সাজিদ

×