ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

প্রকাশিত: ১৮:৫১, ১৭ মার্চ ২০২৫

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

ছ‌বি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ লুটপাটের টাকা ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের দেড় দশকের শাসনে দেশে সামাজিক দুর্বৃত্তায়ন চরমে পৌঁছেছে, যার ফলে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, "আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা টিকে থাকার জন্য টাকা বিলাচ্ছে এবং ষড়যন্ত্রের জাল বুনছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে প্রতিকারের উদ্যোগ নিতে হবে।”

রিজভী আরও বলেন, “শেখ হাসিনার ১৬ বছরের শাসন ছিল অপরাধীদের অভয়ারণ্য। ক্যাসিনো ব্যবসা থেকে শুরু করে কালো টাকার বিস্তার, সবকিছুই অপরাধীদের হাতে চলে গেছে। নারী নির্যাতনের মাত্রাও ছিল নজিরবিহীন।”

বিএনপি নেতারা দেশের সাম্প্রতিক অপরাধ প্রবণতা ও রাজনৈতিক পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে দ্রুত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

আবীর

×