
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের মেহনতী মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছে, অথচ স্বাধীনতার সুফল ভোগ করছে একটি দুর্নীতিগ্রস্ত শ্রেণি।
এক সভায় তিনি বলেন, “আমরা ঘুষখোর নই, দুর্নীতিবাজ নই। আমাদের নেতা শহীদ জিয়া ছিলেন সৎ, তারেক রহমান এখনো অন্যায়ের বিরুদ্ধে অনড়। আমরা গণতন্ত্রের স্বপক্ষে লড়াই করছি, ১৮ কোটি মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার।”
তিনি ভারতসহ আন্তর্জাতিক মহলকে ইঙ্গিত করে বলেন, “হিন্দুস্তান ও দিল্লি যেন ড. ইউনূসকে অযোগ্য মনে না করে। তোমার শক্তি, সাহস, টাকা, অহংকার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি ঈমান। জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না।”
ফারুক আরও বলেন, “আমাদের দাবি স্পষ্ট—ঐক্যমতের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণের রায়েই সরকার গঠন হবে।”
তিনি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান এবং জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আবীর