ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যে কারণে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জামায়াতে আমিরের

প্রকাশিত: ১৬:১৩, ১৭ মার্চ ২০২৫

যে কারণে বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জামায়াতে আমিরের

ছ‌বি: সংগৃহীত

বরগুনার টাউন হল মাঠে এক পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “মজলুম যেকোনো দল বা ধর্মের হোক, জামায়াত সব সময় তাদের পাশে থাকবে।”

এর আগে তিনি শহরের কালিবাড়ি এলাকায় মর্মান্তিক একটি ঘটনার শিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ঘটনায় নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তিনি জানান, নিহতের শিশু সন্তানদের লেখাপড়া, চিকিৎসা এবং পরিবারের ন্যূনতম ব্যয়ভার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বহন করা হবে।

এ সময় তিনি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যে কিছু দায়িত্ব পালন করেছে। আমরা এই মামলা পরিচালনায় আপনাদের পাশে থেকে লড়াই করব।”

আবীর

×