ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ভালো কাজের ধারাবাহিকতা নষ্ট করছে ষড়যন্ত্র: ড. আব্দুল্লাহ

প্রকাশিত: ১০:১৯, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১০:২১, ১৭ মার্চ ২০২৫

ভালো কাজের ধারাবাহিকতা নষ্ট করছে ষড়যন্ত্র: ড. আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ- আল- মামুন।

দেশে ভালো কাজের প্রচার ও ধারাবাহিকতা নিশ্চিত করা অনেকাংশেই রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল। যদি বিভিন্ন রাজনৈতিক দলকে এসব ইতিবাচক উদ্যোগের অংশীদার করা যেত, তাহলে ফলাফল আরও ইতিবাচক হতে পারত।

বর্তমান অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজারব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা যদি ঠিক থাকত, তাহলে সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পথ পেত। কিন্তু রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা ছাড়া এসব ভালো উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত করা কঠিন।

রাষ্ট্র বা সমাজ গঠনে ঐক্যের প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্য, রাজনৈতিক ঐক্য ও উদারনৈতিক ঐক্য ছাড়া কোনো সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। তবে এ ধরনের ঐক্য নির্ভর করে সরকারের সদিচ্ছা ও সংস্কৃতির ওপর।

বর্তমান পরিস্থিতিতে জরুরি সংস্কার দরকার। কিন্তু তা একদিনে সম্ভব নয়, বরং ধারাবাহিক আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। বিভিন্ন দেশের উদাহরণ থেকে দেখা যায়, আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব। যেমন, রুয়ান্ডা গৃহযুদ্ধের পর ঐকমত্যের মাধ্যমে স্থিতিশীলতা ও উন্নয়ন এনেছে, ইন্দোনেশিয়া রাজনৈতিক সংকট কাটিয়ে নির্বাচন আয়োজন করেছে, দক্ষিণ আফ্রিকার রিকনসিলিয়েশন কমিশন কিংবা কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ক্ষেত্রেও আলোচনার ভূমিকা ছিল অপরিসীম।

এই প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিবের হাত ধরে রোহিঙ্গা সংকটের সমাধান হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বাস্তবতার নিরিখে কতটা আশাবাদী হওয়া যায়, সেটাই এখন ভাবনার বিষয়।

সূত্র : https://www.youtube.com/watch?v=cG1u5seiLHw

রাজু

×