
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়।" তিনি শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
দুলু বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। অন্তর্বতী সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের সংস্কার নির্বাচিত প্রতিনিধিরাই করবেন। পার্লামেন্ট ছাড়া অতীতে কখনো সংস্কার হয়নি, ভবিষ্যতেও হবে না।"
আবীর