ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: মির্জা আব্বাস

প্রকাশিত: ২২:৩২, ১৬ মার্চ ২০২৫

মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "আমরা দ্রুততম সময়ে নির্বাচন চাই, তবে সেটি প্রয়োজনীয় সংস্কারের ভিত্তিতে হতে হবে। তবে অপ্রয়োজনীয় সংস্কারের নামে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশ পরিচালনায় জনগণের ভূমিকা থাকতে হবে, অনির্বাচিত কারও মাধ্যমে দেশ পরিচালিত হতে পারে না।"

সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, "আপনারা যাদের পরামর্শ নিচ্ছেন, তারা আসলে কারা? তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক আছে কি না, সেটা খতিয়ে দেখুন। দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "সংস্কার করতে হলে জনগণের স্বার্থের কথা মাথায় রাখতে হবে। আমরা চাই নির্বাচনকালীন সরকার ও নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার। তবে নির্বাচন-পরবর্তী সংস্কার তখনকার সংসদ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে।"

ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আশা প্রকাশ করে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, শ্রদ্ধেয় ডাক্তার ইউনুস সাহেব তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।"

সমাবেশের বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশেও বলেন, "অনেক বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, জুলুম-নির্যাতন সহ্য করেছি। কিন্তু এখন আর কারাগারে যেতে চাই না, কাউকে জেলেও পাঠাতে চাই না। দেশের সাধারণ মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে—এই কামনাই করি।"

ভিডিও দেখুন: https://youtu.be/j34ZqNhGIkY?si=KdqrCOepkxEwkNhI

এম.কে.

×