
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের আন্দোলন ও লক্ষ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, "সমন্বয়ক কিছু নির্বোধ বালক বলে বেড়ায়, আমরা নাকি এক দফা চাইনি। অথচ, আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন করেছি, মিছিল করেছি, লাশের স্তূপ দেখেছি, খুন-জখমের শিকার হয়েছি, মাসের পর মাস জেল খেটেছি—আমাদের একটাই দফা ছিল, শেখ হাসিনার পতন।"
রাজধানীতে এক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস দাবি করেন, বিএনপির সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই লড়াই থেকে তারা একচুলও সরে আসবে না। তিনি বলেন, "কিছু সমন্বয়কারী একদিন এসে বলেছে, বিএনপি এক দফা দাবিতে অটল নেই। কিন্তু আমাদের আন্দোলন সবসময়ই এক দফার ছিল এবং থাকবে।"
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা দ্রুততম সময়ে নির্বাচন চাই, তবে সেটি প্রয়োজনীয় সংস্কারের ভিত্তিতে হতে হবে। তবে অপ্রয়োজনীয় সংস্কারের নামে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশ পরিচালনায় জনগণের ভূমিকা থাকতে হবে, অনির্বাচিত কারও মাধ্যমে দেশ পরিচালিত হতে পারে না।"
সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, "আপনারা যাদের পরামর্শ নিচ্ছেন, তারা আসলে কারা? তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক আছে কি না, সেটা খতিয়ে দেখুন। দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেওয়া হবে না।"
ভিডিও দেখুন: https://youtu.be/j34ZqNhGIkY?si=KdqrCOepkxEwkNhI
এম.কে.