ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বাংলাদেশে শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: এ্যানি

প্রকাশিত: ২১:৫৩, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশে শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: এ্যানি

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, "আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।"

বিএনপি সম্পর্কে কবি ও দার্শনিক ফরহাদ মজহারের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ফরহাদ মজহারের বক্তব্য শুধু বিএনপিকেই নয়, বরং সারাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে এ্যানি বলেন, "শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন কায়েম করে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছেন। তার শাসনামলে নির্যাতন, নিপীড়ন, গুম ও খুনের ঘটনা ঘটেছে। বিশেষ করে, সাম্প্রতিক জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন। আমরা কিছুই ভুলিনি।"

তিনি বলেন, "ফরহাদ মজহার তার বক্তব্যে এমনভাবে কথা বলেছেন যেন আন্দোলনে বিএনপির অবদান নেই, শুধু কয়েকজন বিশেষ ব্যক্তি আন্দোলন করেছেন। অথচ বাস্তবতা হলো, এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, শহীদ হয়েছেন। ফরহাদ মজহারের মন্তব্য ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিচ্ছে, যা আমরা কখনোই মেনে নেব না।"

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না। যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারগুলোর পাশে বিএনপি আছে এবং থাকবে। আমরা এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।"

ভিডিও দেখুন: https://youtu.be/aZsK1XbKPy8?si=W3s9YJpH3zk2S6qK

এম.কে.

×