ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সারা দেশে বহু আছিয়া আছে, মিডিয়া কাভারেজ কম পাওয়ায় কেউ জানে না:পুতুল

প্রকাশিত: ২১:৪৩, ১৬ মার্চ ২০২৫

সারা দেশে বহু আছিয়া আছে, মিডিয়া কাভারেজ কম পাওয়ায় কেউ জানে না:পুতুল

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, "সারা দেশে বহু আসিয়া আছে, মিডিয়া কাভারেজ কম পাওয়ায় কেউ জানে না।"


শুক্রবার (১৭ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুতুল এসব কথা বলেন।বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শাস্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, "বিগত দিনগুলোতে ধর্ষণ যে পরিমাণ বেড়ে গেছে, আমাদের বোন আছিয়া,এখানে একটা নয়, পুরো বাংলাদেশের বহু আছিয়া আছে। কিন্তু মিডিয়া পাচ্ছে না, তাই আমরা জানতে পারছি না। যতদিন পর্যন্ত এসব ধর্ষকদের শাস্তি না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের কাছে আহ্বান জানাতে চায়, আপনারা বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে বিরাজ করছে, সেখান থেকে উঠতে পদক্ষেপ নিন।"


“আমরা জানি একদিনে এটা সম্ভব না, কিন্তু যেন শুরুটা হয়, সেই শুরুটা অন্তত বাংলাদেশের জনগণ দেখতে চায়। যে স্বৈরশাসক বিচার বিভাগকে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছিল, আপনারা অন্তত কিছু ডিসিশন দিয়েছেন উত্তরণের জন্য সুযোগ রয়েছে। বাংলাদেশর জনগণ চায়, আপনারা সেই আস্থার মর্যাদা দিবেন।”
 

আফরোজা

×