ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙাটা ছিল শেখ হাসিনার অ্যাকশনের রিঅ্যাকশন: সারজিস

প্রকাশিত: ২১:১২, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ২১:১৩, ১৬ মার্চ ২০২৫

ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙাটা ছিল শেখ হাসিনার অ্যাকশনের রিঅ্যাকশন: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনা শেখ হাসিনার পূর্ববর্তী কর্মকাণ্ডের প্রতিক্রিয়াস্বরূপ হয়েছে।

তিনি বলেন, "জাতিসংঘের প্রতিবেদনের পর এটা স্পষ্ট যে, অন্তত দেড় হাজার মানুষের হত্যার নির্দেশ তিনি (শেখ হাসিনা) দিয়েছেন। এটি অস্বীকার করার উপায় নেই। অথচ বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই তিনি যখন ছাত্রজনতার প্রসঙ্গে কথা বলেন, তখন মানুষের ক্ষোভ থেকেই এই প্রতিক্রিয়া এসেছে।"

সারজিস আলম দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমে ছিল। তিনি বলেন, "যখন জনগণের তীব্র আকাঙ্ক্ষা চরমে পৌঁছায়, তখনই হাসিনার মতো মানুষ দেশ ছেড়ে পালায়। এটি কোনো নির্দিষ্ট প্রশাসনের একক সিদ্ধান্তে ঘটেনি; বরং জনগণের চাপেই ঘটেছে।"

বুলডোজার প্রসঙ্গে তিনি বলেন, "মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গিয়েছিল। ‘বুলডোজার নেওয়া হবে’— এই ধরনের কথাবার্তা বলার আগেই জনগণ সেখানে উপস্থিত হয়েছিল এবং নিজেরাই ব্যবস্থা নিয়েছে। সিটি কর্পোরেশনের নির্দেশের অপেক্ষা না করেই তারা একত্রিত হয়েছিল।"

তিনি আরও বলেন, "জনগণ চেয়েছে বলেই এই ঘটনা ঘটেছে। যদি সেদিন ৩২ নম্বরে না যেত, তাহলে হয়তো সিটি কর্পোরেশনের সামনে জমায়েত হতো এবং সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতো।"

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, "আমরা কোনো তালিকা তৈরি করিনি যে এরপর কোথায় কী ঘটতে পারে। জনগণের আকাঙ্ক্ষাই এখানে মূল বিষয়। যদি মানুষ অনুভব করে শেখ হাসিনা এমন কিছু বলছেন, যা জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তাহলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয় কী হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/7kZKIYm1XzI?si=8wVhRuwKKAfiv-EU

এম.কে.

×