ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আমাদের পলিটিক্যাল পাঠশালা তৈরি করতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ১২:৪১, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪৭, ১৬ মার্চ ২০২৫

আমাদের পলিটিক্যাল পাঠশালা তৈরি করতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, “ক্ষমতার ভাগ-বাটোয়ারা কিংবা অন্য যেকোনো স্বার্থসিদ্ধির জন্য অনেক মানুষ এগিয়ে আসবে, কিন্তু যদি আমরা নিজেরাই নিজেদের রক্ষায় এগিয়ে না আসি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বলে কিছু থাকবে না। এ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।”

তিনি বলেন, “আজ থেকেই আমাদের একটি নতুন পথযাত্রা শুরু হোক। এ পথযাত্রার মধ্য দিয়ে আসমান ও জমিনে যত জুলুম আছে, তা অপসারণ করা হবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক শিক্ষা বা ‘পলিটিক্যাল পাঠশালা’ গড়ে তোলার বিকল্প নেই। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামের চার খলিফার পরবর্তী সময়ের ইতিহাস আমাদের জানা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সন্তানরা সেই ইতিহাস জানে না।"

তিনি আরও বলেন, “তাদের সঠিক ইতিহাস জানার সুযোগ কোথায়? বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি, রাহাজানি ও ছিনতাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের সন্তানদের সচেতন ও প্রতিবাদী করে তুলতে হবে।।”

তিনি দাবি করেন, “গত ছয় মাসে আমাদের ১৬৫টি আন্দোলন প্রতিহত করতে হয়েছে। ৫৩ বছরের ইতিহাসে বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। ৫ আগস্টের পর দেশে সিভিল ওয়ারের (গৃহযুদ্ধ) আশঙ্কা তৈরি হয়েছিল। ৪ তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম যে, আমরা অস্ত্র হাতে নেব। তবে, ৫ তারিখে একটি রাজনৈতিক সমাধান আসার পর সংসদ সদস্যরা পালিয়ে গিয়েছিলেন। এরপর আমরা শান্তির জন্য বর্তমান সরকারের অধীনে একটি সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। এ সরকার বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সরকার কোন দিকে যাবে তা আমাদের দেখার বিষয় না জনগণ কোন দিকে যাবে তা হলো দেখার বিষয়।

সায়মা ইসলাম

×