
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং জুলাই আন্দোলন, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মুখপাত্র শ রীফ উসমান বিন হাদী আজ এক ঘোষণায় জানান, আগামী ২৫ এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে "শহীদি সমাবেশ" অনুষ্ঠিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে জুলাই আন্দোলনের শহীদদের বাবা-মায়েরা, শাপলা চত্বরে নিহতদের পরিবারের সদস্যরা এবং পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের সন্তানরা উপস্থিত থাকবেন।
শরীফ উসমান বিন হাদী বলেন, "শহীদি সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
তিনি আরও বলেন, "২৫ এপ্রিলের সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"
সায়মা ইসলাম