ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়তে চান জবি ছাত্রদলের আহবায়ক হিমেল

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১০:৫৪, ১৬ মার্চ ২০২৫

দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়তে চান জবি ছাত্রদলের আহবায়ক হিমেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) দুর্নীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়তে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল। 

শনিবার (১৫ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিলে বক্তৃতায় তিনি একথা বলেন। মেহেদী হাসান হিমেল বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। নতুন বাংলাদেশে দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। সকল শিক্ষার্থীর সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা সামনে এগিয়ে নিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ গ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা রকি আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মাহমুদুল হাসান খান ও রায়হান হোসেন অপু। 

এসময় ইফতার মাহফিলের যশোর জেলা ছাত্রকল্যাণের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিব আদনানের সঞ্চালনায় তিন শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
 

কানন

×