
আফসোস এই দলটি(আওয়ামী লীগ) দেশের সব কিছুর ঠিকাদারি গ্রহণ করেছে। বাকি সবাইকে চোখ রাঙ্গিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে চলে যাও তমুক দেশে চলে যাও। প্রায় আমাদের সত্য, এখন কোন কিছুর প্রয়োজন নাই আমার ছেড়ে তারায় বরঞ্চ চলে গেছে ।আমাদের প্রিয় দেশ আল্লাহ তালা আমাদের পয়দা করেছেন।এই দেশ থেকে তারাই পালাবে যাদের এই দেশের কোন দায় নেই। যাদের ভালোবাসা এবং দেশপ্রেম আছে তারা বুকে গুলি নিবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না।
বিপ্লবের পর বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে নির্বিশেষ সকলের কাছে আহ্বান জানাই আসুন আমাদের বিরোধিতা থাকবে, মতপার্থক্য থাকবে, এটা কোন অপরাধ নয়। বরঞ্চ আমাদের সুন্দর সৌন্দর্য স্বার্থ যেন মতবিরোধের না হয় । আমরা জাতির সামনে তুলে দেবো, জাতি যাকে ভালোবাসবে তাদেরই ভোট দিবে, সেই দলকে তারা তাদের পছন্দ অনুযায়ী। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে সতেরো বছর সংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে যানজট তৈরি হয়েছে তা অবশ্য সংস্কার করতে হবে আমি আশা করি এ ব্যাপারে কারো দ্বিমত নেই।
আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা মতপার্থক্য থাকতে পারে কিন্তু তবে এটা নিয়ে তো কোন মতপার্থক্য নেই বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই ,সংস্কারের জন্য সময় মানে অযৌক্তিক সময় নয় ।যৌক্তিক সম্মানে যাব যে।যৌক্তিক সময়ের জন্য যে টুকু সময়ের প্রয়োজন আমরা যৌক্তিক সময় সরকারকে দিতে চাই। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা জনগণ কে বলেছেন। আশা করি তা আরো স্পষ্ট করবেন। তাহলে আমরা আরো আশাবাদী হব আস্থা পাবো। বাংলাদেশকে গড়ায় কখনো দলের দায়িত্ব নয় ১৮ কোটি মানুষের।৫৩ বছরে আমরা যে জঞ্জাল নিয়ে চলেছি আগামী দিনে আমরা সেই জঞ্জালমুক্ত সমাজ দেখতে চাই।
সাজিদ