
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার আওয়ামী লীগের বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।
এসএ টিভিতে প্রচারিত এক টকশোতে মান্না বলেন, "যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, তাহলে তারা বেশ ভালো প্রচারণা চালাবে। এতে দেশের এক শ্রেণির অশিক্ষিত জনগোষ্ঠী, যারা সংবিধান বুঝতে পারে না, শুধুমাত্র পূর্বের আনুগত্য বজায় রেখে তাদের ভোট দেবে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ যদি প্রচারণায় নামে, তবে বিএনপির আন্দোলনের কারণে সাধারণ মানুষ বিএনপির দিকেই বেশি ঝুঁকবে। সেক্ষেত্রে নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, যা আমি ব্যক্তিগতভাবে চাই না।"
মান্না দাবি করেন, দেশের অশিক্ষিত জনগোষ্ঠী যদি ভোটের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সঠিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না।
আসিফ